মান্দায় পরিবার পরিকল্পনা বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা

প্রকাশিত: জুন ১২, ২০২২; সময়: ৬:৪২ অপরাহ্ণ |
মান্দায় পরিবার পরিকল্পনা বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিবাহ ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টিসহ বিভিন্ন বিষয় নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক দেওয়ান মোরশেদ কামাল। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর নওগাঁর উপপরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক (পঃপঃ) সেলিম জাহাঙ্গীর, সহকারী পরিচালক (সিসি) ও জেলা কনসালটেন্ট ডা. কামরুন আহসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, মেডিকেল অফিসার মৌসুমী প্রামানিক প্রমূখ।

কর্মশালায় জনপ্রতিনিধি, পেশাজীবী, শিক্ষক, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন পর্যায়ের ৩৫ রিসোর্সপারসন অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে