গুচ্ছ পদ্ধতিতেই ফিরছে ইবি

প্রকাশিত: জুন ১২, ২০২২; সময়: ৬:৪০ অপরাহ্ণ |
গুচ্ছ পদ্ধতিতেই ফিরছে ইবি

নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) ২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন ইবি শিক্ষক সমিতি। কিন্তু শেষ মুহূর্তে শর্ত সাপেক্ষে গুচ্ছের পক্ষেই মত দিয়েছেন তারা।

২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পর্কে বিভিন্ন অভিযোগ টেনে গত ৩ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ফের গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন ইবি শিক্ষক সমিতি। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এর সাথে দফায় দফায় আলোচনা হলেও নিজেদের সিদ্ধান্তেই অটল ছিলেন তারা।

পরবর্তীতে, গত ৩১ মে ১৫৬ জন শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় কয়েকটি শর্ত জুড়ে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তেই একাত্মতা প্রকাশ করছেন বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে চিঠির মাধ্যমে পূর্বের সমস্যার পুনরাবৃত্তি হবে না জানিয়ে ইবি শিক্ষক সমিতিকে গুচ্ছে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

একারনে আমরা জটিলতা ও ভোগান্তি দূরীকরণ, গুচ্ছের বাইরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছের আওতায় আনা, জ্যেষ্ঠতার ভিক্তিতে ইবিকে গুচ্ছের নেতৃত্ব প্রদানসহ বেশ কয়েকটি শর্ত দিয়ে গুচ্ছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর ব্যতিক্রম হলে আগামী বছর থেকে আমরা গুচ্ছে যাবো না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে