সুজানগর আ.লীগের সভাপতি ওহাব ও সম্পাদক শাহীন

প্রকাশিত: জুন ১১, ২০২২; সময়: ৪:৩০ অপরাহ্ণ |
সুজানগর আ.লীগের সভাপতি ওহাব ও সম্পাদক শাহীন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পৌরসভার সাবেক মেয়র মো.আব্দুল ওহাবকে সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এর আগে এদিন সকালে স্থানীয় এন এ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রেজাউল রহিম লাল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

প্রধান বক্তা ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও সংরক্ষিত মহিলা আসন-৪২ এর সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।

অন্যদের মাঝে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন চৌধুরী, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড.মজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল, তথ্য ও গবেষনা বিষয়ক উপ কমিটির সদস্য আশিকুর রহমান খান সবুজ, জেলা আ.লীগের সাবেক দপ্তর সম্পাদক আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, পাবনা সদর উপজেলা আ.লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, স্থানীয় আ.লীগ নেতা সিরাজুল ইসলাম শাহজাহান,আব্দুল জলিল বিশ্বাস,আব্দুল কাদের রোকন, আব্দুল মতিন মৃধা, আমিনপুর থানা আ.লীগের সভাপতি ইউসুফ আলী খান,সুজানগর পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সাধারণ সম্পাদক শেখ মিলন প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে । সেই নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কে অংশগ্রহন করলো আর কে করলো না সেটা দেখার বিষয় নয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরো বলেন,বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না, করলেও সাধারণ মানুষ সেই সেতু দিয়ে চলাচল করবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো এরকম প্রকল্প বাস্তবায়ন করতে হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে