প্লাস্টিকখেকো সুপারওয়ার্ম আশা জাগাচ্ছে

প্রকাশিত: জুন ১১, ২০২২; সময়: ৪:১৩ অপরাহ্ণ |
প্লাস্টিকখেকো সুপারওয়ার্ম আশা জাগাচ্ছে

পদ্মাটাইমস ডেস্ক : প্লাস্টিকের স্বাদে আকৃষ্ট এক ধরনের পোকা রিসাইক্লিংয়ে বিপ্লব ঘটাতে সাহায্য করতে পারে। এমনটাই বলছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। গবেষকদের বিশ্বাস, এই বিটল লার্ভা অন্ত্রের এনজাইমের মাধ্যমে প্লাস্টিক হজম করে।

এটি রিসাইক্লিং অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন গবেষণাটির এক লেখক। অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা জোফোবাস মোরিও নামে এই পোকা খুঁজে পেয়েছেন। সাধারণত সুপারওয়ার্ম হিসেবে পরিচিত এই পোকা।

এটি পলিস্টাইরিন খেয়ে বেঁচে থাকতে পারে। ড. ক্রিস রিংকে বলেন, সুপারওয়ার্মগুলো ক্ষুদ্র রিসাইক্লিং প্লান্টের মতো, এগুলো মুখ দিয়ে পলিস্টাইরিন কাটতে পারে এবং তারপর সেগুলো অন্ত্রে থাকা ব্যাকটেরিয়াকে খাওয়ায়।

ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের গবেষক দলটি তিন সপ্তাহ ধরে সুপারওয়ার্মের তিনটি গ্রুপকে বিভিন্ন খাবার দেয়। যে গ্রুপটি পলিস্টাইরিন খেয়েছিল সেগুলোর ওজনও বেড়েছে।

গবেষক দলটি দেখেছে, সুপারওয়ার্মের অন্ত্রে থাকা বেশ কয়েকটি এনজাইমের পলিস্টাইরিন এবং স্টাইরিন হজমের ক্ষমতা রয়েছে। এ দুটিই ফেলে দেওয়া পাত্র এবং গাড়ির যন্ত্রাংশের মতো অন্যান্য সামগ্রীতে থাকে। তবে গবেষকরা রিসাইক্লিং প্লান্টের মতো করে সুপারওয়ার্মের বড় আকারের খামার গড়তে আগ্রহী নন। খবর বিবিসির।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে