বাগমারায় হজ্বযাত্রীদের প্রশিক্ষণ সমাপনী ও দোয়া

প্রকাশিত: জুন ১০, ২০২২; সময়: ৪:২৬ অপরাহ্ণ |
বাগমারায় হজ্বযাত্রীদের প্রশিক্ষণ সমাপনী ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় চলতি বছর হজ্বযাত্রীদের নিয়ে সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে ভবানীগঞ্জ পশু হাসপাতালের সামনে আত-তিজারা ভবনের মিলনায়তনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আত-তিজারা হজ্ব কাফেলা উক্ত প্রশিক্ষণের আয়োজন করেন। সেই সাথে গত বছর যারা হজ্ব সম্পন্ন করেছেন সেই সকল হাজীদের নিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। পবিত্র হজ্বের নিয়ন কানুন ছাড়াও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে আত-তিজারা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।

আত-তিজারা হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, শাখারীপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ সাইফুর রহমান, ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডাঃ আলহাজ্ব আব্দুল বারী, ভবারনীগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যাপক আফজাল হোসেন, বশার কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক শাহারুল হুদা, ডাঃ আক্কাস আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আত-তিজারা রাজশাহী লিমিটেডের পরিচালক দুরুল হুদা।

হজ্ব প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে আত-তিজারা হজ্ব কাফেলার মাধ্যমে চলতি বছর পবিত্র হজ্বে গমনকারী ৪৩ জনের মাঝে একটি করে ট্রলি ব্যাগ, মাজার বেল্ট, পিঠের ব্যাগ, পেটের ব্যাগ সহ মহিলাদেরকে হিজাব প্রদান করা হয়েছে। অনুষ্ঠান শেষে পবিত্র হজ্ব কবুল সহ সবাইকে নিরাপদে হজ্বের কার্যক্রম পালনের সুযোগ দান করতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে