ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

প্রকাশিত: জুন ১০, ২০২২; সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ |
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পদ্মাটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শরীফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর ছিনতাইকারী শাহ আলমকে স্থানীয় গ্রামবাসী রক্তমাখা ছুরিসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাতকোপা মেন্দিভিটা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম চাঁদপুর জেলার দেবপুর ইউনিয়নের চতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ছিনতাইকারী শাহ আলম সোনারগাঁ পৌরসভার অনন্ত মুছা এলাকার নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে।

এলাকাবাসী জানান, সোনারগাঁ পৌর এলাকার হাতকোপা মেন্দিভিটা এলাকায় ঐতিহাসিক গ্রান্ডট্যাঙ্ক রোডের পাশে আয়েশা আমজাদ ক্লিনিকের সামনে রাত ১০টার দিকে শরীফের মোবাইলে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারী শাহ আলম।

এ সময় শরীফুল তার মোবাইল না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরবর্তীতে আহত শরীফুলের চিৎকারে লোকজন এগিয়ে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় আহত শরীফুল।

ঘটনার পর এলাকাবাসী ছিনতাইকারীকে শাহ আলমকে ধাওয়া করে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী শাহ আলমকে আটক করে নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, মোগরাপাড়া থেকে বারদি সড়কে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। রাত গভীর হতে থাকলে ছিনতাইকারীরা এ পথে ওত পেতে থাকে।

মানুষের টাকা পয়সা স্বর্ণালংকার, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। সোনারগাঁ থানা থেকে মাত্র ৩০০ মিটারের মধ্যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এ যুবক নিহত হন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শরীফুল ইসলাম নামে এক যুবককে গলায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছিনতাইকারী শাহ আলমকে আটক করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে