মহাদেবপুরে সংখ্যালঘুর জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রকাশিত: জুন ৯, ২০২২; সময়: ১২:৫৫ pm |

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক সংখ্যালঘু হিন্দু পরিবারের কোটি টাকা মূল্যের ৫শতক জমি জবর দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

থানা থেকে মাত্র ৩শ মিটার অদূরে থানা রোডে প্রকাশ্য দিবালোকে সংখ্যালঘুর জমি জবরদখল করে স্থাপনা নির্মাণ করায় এলাকার সর্বোস্তরে সমালোচনার ঝড় বইছে। আগামী ১২ জুন উভয়পক্ষের উপস্থিতিতে বিজ্ঞ আদালতে শুনানীর দিন ধার্য থাকলেও প্রভাবশালী আব্দুর রাজ্জাক তার আগেই জোরপূর্বক স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলা সদরের মৃত রাম সিংহের পুত্র শ্রী বুলবুল সিংহ ও শ্রী কমল সিংহ পৈত্রিকসূত্রে প্রাপ্ত হয়ে মহাদেবপুর মৌজার বাজারে অবস্থিত আর এস খতিয়ান ৬৮১, সাবেক দাগ ২৮২, হাল দাগ ৫৮৩ এর ৫শতক জমি দীর্ঘ ৮৫ বছর ধরে ভোগদখল করে আসছিল।

হঠাৎ গত ৫ মে সকালে মহাদেবপুরের আখেড়া গ্রামের মৃত কফিল উদ্দীন মন্ডলের পুত্র বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক অজ্ঞাতনামা কয়েকজন লোক নিয়ে এসে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন উপস্থিত হলে তারা চলে যান।

এ ঘটনার পর শ্রী বুলবুল সিংহ বাদী হয়ে আব্দুর রাজ্জাককে বিবাদী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৮১/২০২২ চিঃ নিঃ। মামলা চলাকালীন উক্ত নালিশী সম্পত্তিতে গত ২৭ মে আবারও জোরপূর্বক আব্দুর রাজ্জাকসহ তার লোকজন প্রবেশ করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন।

এ ঘটনায় বুলবুল সিংহ বাদী হয়ে মহাদেবপুর থানায় অভিযোগ দিতে গেলে অজ্ঞাত কারণে পুলিশ তা গ্রহণ করেনি। বুলবুল সিংহ অভিযোগ করেন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ওই প্রভাবশালী মহল জোরপূর্বক তাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ কাজ করছেন। অভিযোগ পেয়ে স্থানীয় সাংবাদিকরা গত বুধবার বিকেলে ঘটনাস্থলে গেলে এর সত্যতা পান।

সেখানে দেখা যায়, আব্দুর রাজ্জাক প্রায় ৫০ থেকে ৬০ জন নির্মাণ শ্রমিক নিয়ে তড়িঘড়ি নির্মাণ কাজ করছেন। এ সময় আরও দেখা যায়, আদালতের নির্দেশে কমিশন এসে উভয়পক্ষের কাগজপত্র বিশ্লেষণ করে জমি মাপজোক করছেন। মাপজোক শেষে সংখ্যালঘু ওই পরিবারটির ৫শতক জমির সীমানা নির্ধারণ করে দেন কমিশন।

কিন্তু সেখানে বর্তমানেও নির্মাণ কাজ চলমান রয়েছে। এ সময় সেখানে উপস্থিত বিবাদী আব্দুর রাজ্জাকের নিকট জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করবেন না জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উভয়পক্ষ আদালতে আশ্রয় নিয়েছেন, তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টি সুরাহা করার পরামর্শ দেয়া হয়েছে।

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

আরও খবর

 • স্ত্রী ছেড়ে যাওয়ায় ফাঁস নিলেন তাপস
 • এবার হাতে পেন্সিল রেখে গিনেস রেকর্ড গড়লো অন্তু
 • হাসপাতালের বেসিন থেকে নবজাতকের লাশ উদ্ধার
 • আসল র‌্যাবের হাতে ৬ ভুয়া সদস্য গ্রেপ্তার
 • গ্যাস ট্যাবলেট সাথে নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
 • নওগাঁয় ৪ লাখ ৩৩ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত
 • পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৬ বস্তা টাকা!
 • নন্দীগ্রামে কোরবানির পশুর হাটে বৃষ্টির বাগড়া
 • চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাইক চালক নিহত
 • উল্লাপাড়া পৌরসভায় মুক্তিযোদ্ধাদের বাড়ীর হোল্ডিং ট্যাক্স মওকুফ করলেন মেয়র
 • শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
 • আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা
 • মোটরসাইকেল ছিনতাই করাই যাদের নেশা!
 • বুয়েটে চান্স পেলেন কচুয়ার দরিদ্র পরিবারের সন্তান তুহিন
 • কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
 • উপে