রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের মাসিক সভা
প্রকাশিত: জুন ৮, ২০২২; সময়: ১০:০৩ pm |
খবর > রাজনীতি
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কুমারপাড়ার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা লীগের সভাপতি সালমা রেজা। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু। সভায় মহানগর মহিলা আওয়ামী লীগ এবং নগরের সকল থানা ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।