প্রথমবারের মতো একই বর্ণের ছন্দে বঙ্গবন্ধু

প্রকাশিত: ০৮-০৬-২০২২, সময়: ১৯:৪০ |
Share This

নিজস্ব প্রতিবেদক, ইবি : বিশ্ব সাহিত্যের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত হয়েছে একই বর্ণের ব্যতিক্রমধর্মী ঐতিহাসিক কবিতা।

‘বিশ্ববন্ধু বঙ্গবন্ধু ‘ নামকরণে রচিত এই কবিতাটি লিখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ আসিফ মর্তবা।

১৯৭৫ সালে নিহত বঙ্গবন্ধুর পরিবার কে উৎসর্গ করে লেখা এই কবিতাটিতে ১৯৭৫ টি শব্দ রয়েছে। যার প্রতিটি শব্দই শুরু হয়েছে ‘ব’ বর্ণ দ্বারা। বঙ্গবন্ধুর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক ঘটনা নিয়ে লেখা হয়েছে কবিতাটি।

কিবতাটির অংশবিশেষঃ–

বাংলার বিদ্রোহে
বঙ্গবন্ধু
বন্দিশালায় বন্দি বারেবার
বাংলায় বুলি বলতে
বাঙালী বেসামাল

ব্যতিক্রমধর্মী এই কবিতার মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত সকলের মাঝে যাতে পৌঁছানো সম্ভব হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে লেখক এর পাশে দাঁড়ানোর তাগিদ দেন গুণীজনেরা।

এ বিষয়ে লেখক জানান, কবিতাটি যেমন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানসহ বিভিন্ন ঐতিহাসিক জীবন বৃত্তান্ত বহন করে একইভাবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, কুষ্টিয়া জুড়ে একই বর্ণের ছন্দের জাদুকর খ্যাত মোঃ আসিফ মর্তবা ইতোপূর্বে বাংলা সাহিত্যে প্রথম একই বর্ণের ছন্দের কাব্যগ্রন্থ “মনের মানুষ” লিখেছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে