বাগমারায় শ্রীপুর ইউনিয়নে গণশুনানী

প্রকাশিত: জুন ৮, ২০২২; সময়: ৬:৩৪ অপরাহ্ণ |
বাগমারায় শ্রীপুর ইউনিয়নে গণশুনানী

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহর বাগমারায় শ্রীপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব হলরুমে বুধবার (৮ জুন) গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও জবাবদিহী মূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় বেলা সাড়ে ১১ টা থেকে গণশুনানী শুরু হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল গাফফার।

গণশুনানীর অনুষ্ঠানে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সাধারন ইউপি সদস্য, নারী ইউপি সদস্য, ইউপি সচিব, হিসাব সহকারী, উদ্যোক্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, চিকিৎসক, কৃষকসহ সর্বস্তরের জনসাধারন।

এ সময় স্থানীয়দের মধ্যে রফিকুল ইসলাম, আবুল হোসেন খমারু, জাহানারা বেগম, ফুলজান বেগমসহ অনেকেই ইউনিয়নের অনুন্নত রাস্তাঘাটসহ নানা সমস্যার কথা উত্থাপন করেন।

অনুষ্ঠানের শেষদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা সকল সমস্যার সমাধান করবেন বলে উপস্থিত ইউনিয়নবাসীকে অবহিত করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে