নন্দীগ্রামে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

প্রকাশিত: জুন ৭, ২০২২; সময়: ৬:২০ অপরাহ্ণ |
নন্দীগ্রামে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরফুল হক উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তারিন জাহিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মামুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী।

অরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, আব্দুর রাজ্জাক, তারেক মাহমুদ ডিউ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে