নাটোরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় কর্মশালা

প্রকাশিত: জুন ৭, ২০২২; সময়: ৫:০৬ অপরাহ্ণ |
নাটোরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিয়ে জেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মাদ্রাসাতুল জামহুরিয়ার অধ্যক্ষ আখতার হোসেন এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কান্দিভিটা জামে মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা।

ইসলঅমিক ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় জেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব এবং আলেম ওলামাবৃন্দ অংশগ্রহন করেন।

কর্মশালায় বক্তারা বলেন, শান্তির ধর্ম ইসলাম। ইসলাম ধর্মে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান নেই। সাম্প্রদায়িক সম্প্রীত বজায় রাখার ক্ষেত্রে ইসলাম সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। কোরআন এবং হাদিসের আলোকে মানবিক মূল্যবোধ, সবার প্রতি ন্যায়বিচার, সামাজিক সম্পর্ক রক্ষা, জাতীয় স্বার্থে ঐক্য প্রতিষ্ঠা, বিতর্কে সংবেদনশীল থাকা ইত্যাদি নীতিমালায় অবিচল থাকলে মানসিক ও সামাজিক শান্তি প্রতিষ্ঠা পাবে, ইসলামের সৌন্দর্য বিকশিত হবে।

পরে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের সদস্যবৃন্দের মধ্যে ৬৩ জনকে দুই লাখ ৫২ হাজার টাকার আর্থিক অনুদান এবং ১৪ জনকে দুই লাখ ১০ হাজার টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে