লাশের পাশে পড়ে ছিল বুট-পিপিই-ইউনিফরম

প্রকাশিত: জুন ৭, ২০২২; সময়: ৪:২৬ অপরাহ্ণ |
লাশের পাশে পড়ে ছিল বুট-পিপিই-ইউনিফরম

পদ্মাটাইমস ডেস্ক : সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরো দুটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুরে লাশগুলো উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারী পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধার হওয়া লাশ দুটির মধ্যে একটির পাশে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বুট ও পিপিইর আলামত পেয়েছি। অন্যটির পাশে সিকিউরিটির পোশাকের পোড়া অংশ পেয়েছি।

তাই লাশগুলোর একটি ফায়ার সার্ভিসের সদস্যের ও অন্যটি ডিপোর সিকিউরিটির দায়িত্বে থাকা কারো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ডিএনএ টেস্ট শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৪১ জনের প্রাণহানির খবর জানায় চট্টগ্রাম জেলা প্রশাসন। নতুন করে দুজনসহ প্রাণহানির সংখ্যা ৪৩। এছাড়া দগ্ধ ও আহত হয়ে চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে