যা করলে হ্যাক হবে না হোয়াটসঅ্যাপ

প্রকাশিত: জুন ৭, ২০২২; সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ |
যা করলে হ্যাক হবে না হোয়াটসঅ্যাপ

পদ্মাটাইমস ডেস্ক : হোয়াটসঅ্যাপ সারা বিশ্বেই জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ। স্বাভাবিক কারণেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কাজ করছে হোয়াটসঅ্যাপও।

সম্প্রতি ওয়াবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ডাবল ভেরিফিকেশন সিস্টেম নিয়ে কাজ করছে। এটি উন্মুক্ত হলে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বাড়বে।

প্রতিবেদনে বলা হয়েছে, যখন কেউ ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করার চেষ্টা করবে, তখন তাকে একটি অতিরিক্ত ভেরিফিকেশন কোডের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপ যে নিরাপত্তা প্রদান করে তাতে একজন ব্যবহারকারীকে লগ ইন করার সময় তখন ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড দিতে হয়। কিন্তু নতুন ভেরিফিকেশন কোডের মাধ্যমে প্রথম কোডটি যাচাই হওয়ার পর ব্যবহারকারীদের ফের ৬ সংখ্যার একটি কোড দিতে হবে।

এই বিষয়ে ব্যবহারকারীদের সতর্কতা বার্তাও পাঠানো হবে। ফলে ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গে জানতে পারবেন কে তার অ্যাকাউন্ট এ প্রবেশ করার চেষ্টা করছে।

কিন্তু নতুন ফিচারের মাধ্যামে দ্বিতীয় কোড না জানলে কেউ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করতে পারবেন না। বর্তমানে এটি ডেভলপমেন্ট পর্যায়ে আছে। তবে শিগগিরই উন্মুক্ত করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে