প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না

প্রকাশিত: জুন ৬, ২০২২; সময়: ৯:৫৮ অপরাহ্ণ |
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না

পদ্মাটাইমস ডেস্ক : এ বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সোমবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি এক বৈঠকে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি শিগগিরই বিজ্ঞপ্তি আকারে ঘোষণা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

নতুন পাঠ্যক্রমে এই পরীক্ষার কথা উল্লেখ না থাকায় তা হচ্ছে না। নতুন পাঠ্যক্রম অনুযায়ী, ১০ম শ্রেনীর আগে শিক্ষার্থীদের জন্য কোনো পাবলিক পরীক্ষা থাকবে না।

২০২৩ সালের জানুয়ারি থেকে এই নতুন পাঠ্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালের মধ্যে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে।

২০০৯ সালে দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ২ বছরও প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে