ইসলামাবাদ ফিরলেই ইমরান গ্রেফতার!

প্রকাশিত: জুন ৬, ২০২২; সময়: ১:৫৯ অপরাহ্ণ |
ইসলামাবাদ ফিরলেই ইমরান গ্রেফতার!

পদ্মাটাইমস ডেস্ক : সাবেক পিটিআই সরকারের সদস্যরা তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ইমরান খানের ইসলামাবাদ ফিরে আসার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। এরপরেই রোববার (৫ জুন) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ‘স্বাগত’ জানিয়েছেন ইমরানকে।

এ সময় তিনি বলেছেন, সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীকে তাদের পুলিশ কর্মীরা বড় উৎসাহের সাথে গ্রেফতার করবে। তবে তার জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই এটা করা হবে।

এখন ইসলামাদে ইমরান খান যে এলাকায় থাকেন, ওই বানি গালায় শনিবার রাত থেকেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে পেশোয়ার থেকে ইসলামাবাদে ফেরার কথা রয়েছে এ পিটিআই নেতার।

ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘আইন অনুযায়ী ইমরান খানের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হবে। তার নিজস্ব নিরাপত্তা টিমের কাছ থেকে সহযোগিতাপূর্ণ আচরণ আশা করা হচ্ছে।’

পুলিশের মুখপাত্র বলেন, ‘ইমরান বর্তমানে পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে করা দু’ডজনের বেশি মামলায় আসামি হয়েছেন। এসব মামলায় দাঙ্গাবাজি, সহিংসতা ছড়ানো ও রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলার অভিযোগ আনা হয়েছে।’

এ বিষয়ে রানা সানাউল্লাহ বলেছেন, ‘নিরাপত্তা বাহিনীর যে সব সদস্য এখন ইমরান খানের জন্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন, জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই তারা তাকে গ্রেফতার করবেন।’

অপরদিকে ইমরান খান সরকারের তীব্র সমালোচনা করছেন। তিনি দাবি করেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ভারত তার সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত ছিল। দেশে শাহবাজ সরকারকে তারাই চাপিয়ে দিয়েছে।’

পিটিআই দলের প্রধান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খুব দক্ষ বলে তাকে চাপিয়ে দেয়া হয়নি। মূলত, তিনি তার প্রভুর সকল আদেশ পালন করবেন বলে তাকে ক্ষমতা দেয়া হয়েছে।

এছাড়া পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এক বিশাল সমাবেশে ইমরান বলেন, ‘আমরা নিরপেক্ষদের (সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তা) কাছে জানতে চাই কেন আপনারা বিদেশি ষড়যন্ত্র বন্ধ করলেন না। আপনাদের কাজ দেশকে রক্ষা করা। যখন ওই কূটনীতিক বার্তা প্রকাশিত হলো, যাতে (মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী) ডোনাল্ড লু ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য আমাদের রাষ্ট্রদূতকে বলেছিলেন। তখন আপনারা কী করছিলেন? ওই সময় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা (এনএসসি) পরিষদ বলেছিল, দেশে বিদেশি হস্তক্ষেপ ঘটেছে। এনএসসি ওই সময় রাজনৈতিক পদক্ষেপ নেয়ার কথাও বলেছিল। তখন আপনাদের কি উচিৎ ছিল না এমন বিদেশি ষড়যন্ত্র রুখে দেয়ার? যেখানে আপনাদের কাজ হলো দেশকে রক্ষা করা।’ সূত্র-ডন

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে