সচেতন সোসাইটির আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

প্রকাশিত: জুন ৫, ২০২২; সময়: ৯:১৪ অপরাহ্ণ |
সচেতন সোসাইটির আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকসই জীবন প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতন সোসাইটি কিশোর- কিশোরী উন্নয়ন প্রকল্পের আয়োজনে ৫ জুন, ২০২২, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। সচেতন সোসাইটি সহযোগিতায় ও এডুকো বাংলাদেশ এর অর্থয়ানে রাজশাহী জেলায় ১০ হাজার চারা রোপণের উদ্যোগ নেয়।

গোদাগাড়ী উপজেলার দেওপাড়া, গোগ্রাম, ঋষিকুল ও পাকড়ি ইউনিয়নের ৪০টি গ্রামে ১৯৮৫ জন যুবক-যুবতী মিলে ১৩৭৫৬টি গাছের চারা রোপণ করেছেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।

বৃক্ষরোপণ উদ্বোধনের আগে ক্লাবের সদস্য ১৫৭ জন কিশোর-কিশোরী একই গ্রামের ঈশ্বরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালি করে। তিনি সেখানে গাছ লাগানো শুরু করেন এবং তারপর দেওপাড়া ইউনিয়ন পরিষদে ফিরে এওয়াইসির যুবক-যুবতীদের মধ্যে গাছের চারা বিতরণ শুরু করেন।

আজকের সমাবেশে চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের সাথে সচেতন সোসাইটির প্রকল্প সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম, প্রোগ্রাম অল্টারনেটিভ ফোকাল মোঃ মহসিন আলম, জজকোর্টের আইনজীবী বাপ্পি রায়, ইউপি সচিব ও অন্যান্য ইউপি সদস্যরা যোগ দেন। বশির আহমেদ, সঞ্জয় তপু এবং আল্পনা পারভীন, প্রকল্পের এফএফ, র‌্যালি ও বৃক্ষরোপণ কার্যক্রমকে সফল করতে নিরলসভাবে কাজ করেন।

সার্বিক সহযোগিতা প্রদান করেন প্রকল্পের হিসাবরক্ষক মোঃ জহুরুল ইসলাম। দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল ঈশ্বরীপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ শুরু করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে