নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: জুন ৫, ২০২২; সময়: ৪:৪১ অপরাহ্ণ |
নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পদ্মাটাইমস ডেস্ক : যশোরের চৌগাছায় এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জুন) সকালে পৌরসভার বিশ্বাস পাড়া মডেল স্কুল সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম রুমান ফকির (১৯)। তার গলায় ঝুলন্ত অবস্থাতেই বাজারের ব্যাগ প্যাচানো ছিল বলে জানা গেছে।

রুমান পিরোজপুর সদর উপজেলার বাইনখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গত দুই বছর ধরে স্থানীয় ডিভাইন হাসপাতালে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন তিনি । পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রুমান পিরোজপুর সদর উপজেলার বাইনখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গত দুই বছর ধরে চৌগাছা এলাকায় ডিভাইন হাসপাতালে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন।

সঙ্গে তার খালাতো ভাই সাইমুন ও মামাতো ভাই আলামিনসহ এলাকার ৮ জন একই কাজের সাথে যুক্ত ছিলেন। তারা পৌরসভার বিশ্বাস পাড়ার তবিবর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের মামাতো ভাই আলামিন জানান, শনিবার রাত ১১টায় রাতের খাবার খেয়ে তারা মোবাইলে বিভিন্ন ভিডিও দেখেন। এরপর যে যার মত নিজ পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। কথা বলা শেষে হলে তারা সকলে ঘুমাতে যান।

‘রোববার ভোরে আমরা কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। আমরা ভেবেছি রুমান আগেই বের হয়ে গেছে। কিন্তু পরেই আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি পাশের নির্মাণাধীন গোয়াল ঘরে রুমান ঝুলন্ত অবস্থায় রয়েছে।’

স্থানীয়রা বলেন, গলায় দড়ি দেওয়া লাশ ঝুলন্ত অবস্থায় দেখে আমরা পুলিশে খবর দিই। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন।

চৌগাছা থানার ওসি (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে ঘটনাটি আমরা জানতে পারি। পরে নিহতের লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছি। তবে যেহেতু নিহত যুবক অন্য জেলার বাসিন্দা। তাই ছোটখাট সূত্রগুলো আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে