মোহনপুরে আ.লীগের প্রতিবাদ সভা
প্রকাশিত: জুন ৪, ২০২২; সময়: ১০:১২ pm |
খবর > রাজনীতি
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি ছাত্রদল, যুবদল নেতারা কূক্তি ও অশালীন বক্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে মোহনপুর বাজার সংগ্লন্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, কেশরহাট পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠিনিক সম্পাদক রুবাইয়েত হোসেন উজ্জল, কেশরহাট পৌর যুবলীগের আহ্বায়ক আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন প্রমুখ।