রাবিতে গাছে ওঠা থেকে বিরত থাকতে প্রশাসনের আহ্বান

প্রকাশিত: জুন ৪, ২০২২; সময়: ৩:৪৮ অপরাহ্ণ |
রাবিতে গাছে ওঠা থেকে বিরত থাকতে প্রশাসনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন ক্যাম্পাসে বিভিন্ন মৌসুমি ফল পাড়তে শিক্ষার্থীদের গাছে ওঠা থেকে বিরত থাকতে বলেছেন।

শনিবার (০৪ জুন) বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগের সাথে লক্ষ্য করছে মৌসুমি ফলের জন্য শিক্ষার্থীরা গাছে উঠছে। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে এভাবে ফল পাড়ার সময়ে দুর্ঘটনায় শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।

উল্লেখ্য গতকাল (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুভাষ চন্দ্র সকালে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান। এতে তার কোমর ভেঙে যায় । তিনি রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও গত ২৯ মে রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনে আমবাগানে আম পাড়তে গিয়ে ফারুক হোসেন (২১) নামে একজন শিক্ষার্থী আহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে