সপ্তাহের ব্যবধানে নওগাঁয় কমেছে চালের দাম

প্রকাশিত: জুন ৪, ২০২২; সময়: ২:৫৯ অপরাহ্ণ |
সপ্তাহের ব্যবধানে নওগাঁয় কমেছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় সপ্তাহের ব্যবধানে কমেছে চালের দাম। শনিবার নওগাঁ পৌর খুচরা ও পাইকারী চাউল বাজারে প্রকারভেদে কেজি প্রতি ২-৩ টাকা দাম কমেছে। সরকারের অভিযানের ফলে চালের সরবরাহ বাড়ায় দাম কমেছে আর ধানের দাম বস্তা প্রতি ১০০-১৫০ টাকা কমে যাওয়ায় চালের বাজারে বস্তা প্রতি ৮০-১০০ টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নওগাঁ পৌর চাল বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে সম্পাকাটারী চাল বিক্রি করছেন ৭৪-৭৬ টাকা কেজি সেখানে বর্তমানে ৭০-৭২ টাকা কেজি, স্বর্না-৫ ছিল ৪৭-৪৮ টাকা কেজি সেখানে বর্তমানে ৪৪-৪৫ টাকা কেজি, জিরাশাইল ছিল ৬৪-৬৫ টাকা কেজি সেখানে বর্তমানে ৬০-৬২ টাকা কেজি, উনত্রিশ ছিল ৫৫-৫৬ টাকা কেজি সেখানে বর্তমানে ৫২-৫৪ টাকা কেজি। অর্থাৎ প্রকারভেদে প্রতিটি চালে কেজিতে ২-৩ টাকাকম দামে বিক্রি করছেন তারা। আর সপ্তাহ আগে এক বস্তা চাল কিনেছি ৩২০০ টাকা বস্তা বর্তমানে ওই বস্তা কিনতে হচ্ছে ৩১০০ টাকা। ক্রেতা ও বিক্রেতা মনে করছেন অভিযান চলমান থাকলে চালের দাম আরও কমে যাবে ।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ইতিমধ্যে অভিযানের ফলে বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে। এছাড়া ধান-চালের মজুত বিষয়ে তথ্য সংগ্রহ করতে প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একাধিক দল মাঠে কাজ করছে এবং তা চলমান থাকবে। যেখানে ধান-চালের মজুতের বিষয়ে কোনো অসংগতি পাওয়া যাচ্ছে সেখানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালের বাজার নিয়ন্ত্রণে করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে