নওগাঁয় কৃষি প্রযুক্তি মেলা শুরু

প্রকাশিত: মে ৩০, ২০২২; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
নওগাঁয় কৃষি প্রযুক্তি মেলা শুরু

জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (নওগাঁ সদর) এই মেলার আয়োজন করেছে।

মেলা উপলক্ষে সকালে একটি র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনিন ও অন্যান্য আমন্ত্রিত অতিথি।

সংশ্লিষ্টরা জানান, আয়োজিত মেলায় বিভিন্ন ষ্টলে নতুন-নতুন প্রযুক্তির সাথে কৃষকের পরিচিতি ঘটনো হচ্ছে ও চাষাবাদে সফলতা তুলে ধরা হচ্ছে। এছাড়া চাষাবাদ সহজ করতে ও উৎপাদিত সশ্যের গুনগতমান বাড়াতে কৃষককে পরামর্শ দেয়া হচ্ছে।

মূলত চাষিদের উদ্বুদ্ধ করতে ও কৃষিতে প্রযুক্তি সম্প্রসারনে এই মেলার আয়োজন করা হয়েছে জানান তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে