৪২ কেজি রুপাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: মে ২৮, ২০২২; সময়: ৪:১৯ অপরাহ্ণ |
৪২ কেজি রুপাসহ গ্রেপ্তার ২

পদ্মাটাইমস ডেস্ক : ফরিদপুরে ৪২ কেজি রুপার অলঙ্কারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিং ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ তথ্য জানান। উদ্ধারকৃত রুপার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

গ্রেপ্তার দুই যুবক হলেন ফরিদপুর শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার কাজী হাফিজুল হকের ছেলে কাজী মো. আসাদুজ্জামান ও একই এলাকার আসলাম খাঁনের ছেলে মো. সানি খাঁন।

জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯ টার দিকে শহরের গোয়ালচামট লাহিড়িপাড়ার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

এ সময় ৪২ কেজি রুপা উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়। রুপা ছাড়াও এ সময় একটি মোটরসাইকেল, ১ টি ডিজিটাল ওজন মাপার মেশিন ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে রুপার অলঙ্কার এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে