ঢাকায় আবাসিক হোটেলে তৈরি হচ্ছিল জাল নোট

প্রকাশিত: মে ২৮, ২০২২; সময়: ১০:১৪ পূর্বাহ্ণ |
ঢাকায় আবাসিক হোটেলে তৈরি হচ্ছিল জাল নোট

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর বংশাল থেকে জাল টাকা তৈরি ও ব্যবসায়ী চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ ২ লাখ ৯ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, বংশালের আবাসিক হোটেল টিউলিপের ৬ষ্ঠ তলায় ১৩৫ নং রুমে জাল টাকা তৈরির খবর পেয়ে ২৭ মে সেখানে অভিযান চালানো হয়।

ওই অভিযান থেকে রমজান হোসেন টুটুল (২২) ও আব্দুল মালেক (৩৭) নামে দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ লাখ ৯ হাজার টাকার জালনোট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে