টানা জয়ে সেমিফাইনালে এনআরবিসি ব্যাংক

প্রকাশিত: মে ২৭, ২০২২; সময়: ১২:৫০ অপরাহ্ণ |
খবর > খেলা
টানা জয়ে সেমিফাইনালে এনআরবিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে এনআরবিসি ব্যাংক। কোয়র্টার ফাইনালে বাংলাদেশ ব্যাংকের সাথে এনআরবিসি ব্যাংক বড় ধরনের জয় পায়।

টুর্নামেন্টের শুরু থেকেই টানা জয়ের ধারা অব্যাহত রেখে শুক্রবার (২৭ মে) রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সকাল সাড়ে ৮ দিকে এনআরবিসি ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের মোকাবেলা হয়।

প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে এনআরবিসি ব্যাংক । এতে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল স্কোর গড়ে তোলে এনআরবিসি ব্যাংক।

পরে ১৯৪ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ ব্যাক। নির্ধারতি ১৫ ওভার ৯ উইকেট হারিয়ে ১১৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ ব্যাংক।

এতে খেলায় ৭৭ রানের বড় জয় পায় এনআরবিসি ব্যাংক । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম সুমন। গত ম্যাচের ধারাবাহিকতায় হায়েস্ট সিক্সার নির্বাচিত হয়েছেন এনআরবিসি ব্যাংক কর্মকর্তা শাহরিয়ার ইসলাম সুমন।

খেলায় বোলিং হ্যাট্রিক এর জন্য এনআরবিসি ব্যাংক রংপুর ও রাজশাহী বিভাগীয় রিজিওনাল হেড নুরুল হাবিব ও নওগাঁ শাখার অপারেশন ম্যানেজার খেলোয়ারদের কে নগদ এক হাজার টাকার অর্থ পুরস্কার তুলে দেন। সেই সাথে অর্ধশত রান ও চার উইকেটের জন্য নওগাঁ শাখার অপারেশন ম্যানেজার একেএম নাসরুল হোদা মনি ৫০০ টাকা তুলে দেন। ১০ টা বা তার বেশী সিক্স মারার জন্য রাজশাহী শাখার অপারেশন ম্যানেজার নিউটন ৫০০ টাকার নগত অর্থ পুরস্কার দেন।

আগামী শনিবার (২৮ মে) কোয়াটার ফাইনালে খেলবে এনআরবিসি ব্যাংক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে