দাফনের ১৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশিত: মে ২৬, ২০২২; সময়: ৮:১৮ অপরাহ্ণ |
দাফনের ১৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় জসিম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির লাশ দাফনের ১৬দিন পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়।

জসিম উদ্দিন গত ১০ মে বৃহস্পতিবার ঢাকা স্কয়ার হাসপাতালে মারা যায়। এ ঘটনায় জসিম উদ্দিনকে মিথানল জাতীয় পানীয় প্রান করিয়ে হত্যা করেছে দাবী করে একই এলাকার প্রবাসী শরীফ মজুমদার সহ ৭ জনকে অভিযুক্ত করে একটি মামলা করে তার স্ত্রী তাহমিনা আক্তার। মামলাটি আমলে নিয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ারের নির্দেশে বৃহস্পতিবার তার লাশ উত্তোলন করা হয়।

নিহতের স্ত্রী তাহমিনা আক্তার মুঠোফোনে জানান, আমার স্বামী ঢাকায় থাকতেন। ঈদে বাড়িতে আসেন। আমার অবুঝ তিন সন্তান নিয়ে আমি একা হয়ে পড়েছি। স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনে প্রশাসনের সহযোগিতা চাই।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম, নিহতের ভাই খোরশেদ আলম পাটওয়ারী সহ এলাকাবাসী জানান,মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান। এসময় কচুয়া থানার ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেন,এসআই হাবিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে