জাতীয় শিক্ষা সপ্তাহে বাগমারার মিথিলার কৃতিত্ব

প্রকাশিত: মে ২৫, ২০২২; সময়: ৩:৪৬ অপরাহ্ণ |
জাতীয় শিক্ষা সপ্তাহে বাগমারার মিথিলার কৃতিত্ব

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহীর জেলার মধ্যে বাগমারার ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রওনক জাহান মিথিলা কৃতিত্ব অর্জন করেছে। সে দুইটি বিভাগে জেলায় সেরা হয়েছে। রওনক জাহান মিথিলা উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের মানসিংহপুর গ্রামের বিজিবির কর্মকর্তা রওশন আলীর মেয়ে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক জাহাঙ্গীর আলমের ভাতিজি।

চলতি বছরের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ‘খ’ গ্রুপে নির্ধারিত বক্তব্য ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় জেলায় সেরা হয়। প্রতিযোগিতায় রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে সে কৃতিত্ব অর্জন করে। বিকালে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল প্রধান অতিথি থেকে সেরাদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এসময় রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীনসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিথিলা এর আগেও উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে। তার এই অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সহপাঠিসহ সবাই খুশি। এটা বাগমারার গর্ব বলে মন্তব্য করেন তারা। তার পরিবারের পক্ষে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে