গুটি জাতীয় আম পাড়ার মধ্যদিয়ে নওগাঁয় আম সংরক্ষন ও বিপনন কার্যক্রম শুরু

প্রকাশিত: মে ২৫, ২০২২; সময়: ১১:০৭ পূর্বাহ্ণ |
গুটি জাতীয় আম পাড়ার মধ্যদিয়ে নওগাঁয় আম সংরক্ষন ও বিপনন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : আমের ব্যানিজ্যিক রাজধানী নওগাঁয় গাছ থেকে আম পাড়া শুরু করেছেন চাষীরা। আজ (২৫ মে) সকাল থেকে জেলার ১১টি উপজেলায় গুটি বা স্থানীয় জাতের আমপাড়া ও বিক্রয় এর মধ্যদিয়ে এ বছরের আম সংরক্ষন ও বিপনন কার্যক্রম শুরু করেছেন চাষী ও ব্যবসায়ীরা।

এবছর জেলায় ২৯ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। হেক্টরপ্রতি ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৫০ টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৪৩৫ টন আম। যার বিক্রয় মূল্য ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা। এ ছাড়া গতবারের চেয়ে জেলায় এবার ৩ হাজার ৬২৫ হেক্টর জমিতে আমচাষ বেশি হওয়ায় উৎপাদন অন্য যেকোনো সময়ের রেকর্ড ভাঙবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুল ওয়াদুদ জানান- আম চাষ একটি লাভ জনক ব্যবসা। তাই নওগাঁর কৃষকরা ধানের পাশাপাশি আম চাষে আগ্রহী হচ্ছেন। আজ থেকে থেকে গুটি আম বা স্থানীয় জাতের আম পাড়ার মধ্য দিয়ে শুরু হলো এ বছরের আম সংরক্ষনের কাজ এবং তা ১০ -১৫ দিন পর পর বিভিন্ন জাতের আম পাড়া হবে । যা ১০ জুলাই থেকে আশ্বিনা/ বারী-৪ এবং গৌড়মতি আম পাড়ার মধ্যদিয়ে শেষ হবে এ বছরের আম সংরক্ষণ যা অগাস্ট মাসের মাঝামাঝি সময় চলমান থাকবে।

আম চাষীরা জানান- আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর গাছে আমের ফলন ভালো হয়েছে। গেলও বছর যে আম ১৫শ থেকে ২ হাজার টাকা মণ তাঁরা বিক্রি করেছেন এ বছর তা ২৫ শ থেকে ৩ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তাঁরা।

গুটি বা স্থানীয়, গোপাল্ভোগ, হিমসাগর, আমরুপালী, বারি-৪, গৌড়মতি, ব্যানানা ম্যাংগো, কাটিমন, ল্যাংড়া, হিমসাগর,ফজলি, মিয়াজিকি সহ দেশী বিদেশী বিভিন্ন জাতের আম চাষ করেছেন চাষিরা। সাপাহার, পোরশা, পত্নীতলা, ধামুরহাট, নিয়ামতপুর, বদলগাছি সহ ১১ উপজেলায় প্রায় একশো জাতের আম উৎপাদন করছেন চাষিরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে