সূচক পতনে চলছে পুঁজিবাজারে লেনদেন

প্রকাশিত: মে ২৫, ২০২২; সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ |
সূচক পতনে চলছে পুঁজিবাজারে লেনদেন

পদ্মাটাইমস ডেস্ক : সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে বুধবার (২৩ মে) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। বাজার নিয়ে আস্থাহীনতায় আজ শেয়ার কেনার চেয়ে বিনিয়োগকারীরা বিক্রি করছেন বেশি। ফলে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩১ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। লেনদেনের ধীরগতি দেখা দিয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬০টির দাম।

এই সময়ে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে ৬ হাজার ১৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৩ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা।

একই সময় অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে ১৮ হাজার ২৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১ কোটি ৮ লাখ ৩০ হাজার ৯০ টাকার শেয়ার।

সিএসইতে ৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটির দাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে