মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে নওগাঁয় দিনব্যাপী কর্মশালা

প্রকাশিত: মে ২৪, ২০২২; সময়: ৬:৩৭ অপরাহ্ণ |
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে নওগাঁয় দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে নওগাঁয় দিনব্যাপী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সদর উপজেলা অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত সমন্বিত পরিকল্পনার খসড়া চূড়ান্ত করেন ও নওগাঁ জেলায় বাস্তবায়নে লক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতি, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক লোকমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন।

কর্মশালায় বিজিবির প্রতিনিধি, জেলার ১১টি উপজেলার চেয়ারম্যান, নিবার্হী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কর্মশালায় সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা গড়ে তোলা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে