সন্তানকে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাবা-মা

প্রকাশিত: মে ২৪, ২০২২; সময়: ৩:২১ অপরাহ্ণ |
খবর > জাতীয়
সন্তানকে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাবা-মা

পদ্মাটাইমস ডেস্ক : মাদকের ভয়াবহতার কথা তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ বিষয়ে একটি ঘটনাও তুলে ধরেছেন তিনি। মন্ত্রী জানান, মাদকাসক্ত সন্তানকে আটক করতে মন্ত্রীর কাছে এসেছিলেন বাবা-মা।

মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ ঘটনা তুলে ধরেন মন্ত্রী। অনুষ্ঠানে দেশের ১৫টি বেসরকারি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে আর্থিক অনুদান দেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাকে একদিন কেরানীগঞ্জের, আমি নাম বলব না, তার বাবা-মা চলে এসেছেন আমার কাছে। দুজনেরই অঝোরে কান্না। বলছে, আমার ছেলেকে আপনি আটক করেন।’

‘কেন তোমার ছেলেকে আটক করব’— তাদের এ প্রশ্ন করা হয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ওই সন্তানের বাবা-মা বলেন, আমরা কিছুই করতে পারছি না। আমার বাড়িঘরের সব জিনিস বিক্রি করে দিচ্ছে। আমরা তার বাবা-মা। আমাদেরও মারছে।’

২০১৩ সালের ১৬ আগস্ট ঢাকার চামেলীবাগের বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করা হয়।

পরদিন ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে বাবা-মাকে নিজেই খুন করার কথা স্বীকার করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা নিশ্চয়ই ঐশীর কথা ভুলে যাননি। মাদকাসক্ত হলে মানুষ কি করে? তাদের যে জ্ঞান, তা হারিয়ে ফেলে, সবকিছু হারিয়ে ফেলে। সেটার জন্য তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন।’

এ বিষয়ে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সে ব্যাপারে কাজ করছি।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে