শিবগঞ্জে কয়েকটি গ্রামে ঘুমের ঔষধ ছিটিয়ে অচেতন করে চুরির অভিযোগ

প্রকাশিত: মে ২৩, ২০২২; সময়: ৭:৫০ অপরাহ্ণ |
শিবগঞ্জে কয়েকটি গ্রামে ঘুমের ঔষধ ছিটিয়ে অচেতন করে চুরির অভিযোগ

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের মহদীপুর, পরানপুর, চন্ডিপুর, সত্রাজিতপুর বাজার এলাকা, ভাটো টোলা, বহলাবাড়ীসহ বিভিন্ন পাড়া মহল্লায় প্রায় ১০ থেকে ১৫টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

উদ্বেগ এর বিষয় হচ্ছে চুরির আগে চোর বাড়ির আশেপাশে এক ধরনের ঘুমের ঔষধ ছিটিয়ে বাড়ির লোকজনকে অচেতন করে তালা ভেঙে চুরির ঘটনা ঘটাচ্ছে।

এ অবস্থায় গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। এলাকায় চুরি উপদ্রব বেড়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান। বাড়িতে গরু, ব্যাটারি চালিত ভ্যান, ইজিবাইক ও দোকানের মালামাল, টাকা, সোনা গয়না চুরি হচ্ছে। তবে এসব চোরচক্র ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ঝামেলার ভয়ে ভুক্তভোগীরা পুলিশের আশ্রয় নেয় না।

এইসব চুরির ঘটনার সাধারণ ডাইরী (জিডি) করার পরামর্শ দিয়েছেন সূধী মহল। জিডি করলে অবশ্যই তদন্তে চোরচক্র
ধরা পড়বে। চুরির হাত থেকে গ্রামবাসীদের রক্ষায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জোবায়ের আহমেদ এ প্রতিবেদককে সোমবার বিকেলে জানান, এমন কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে অবশ্যই পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে