বাগমারায় হেরোইনসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত: মে ২৩, ২০২২; সময়: ৬:৪৬ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় হেরোইনসহ ২ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো উপজেলার হাসনিপুর গ্রামের এমাজ উদ্দীনের ছেলে ফজলু এবং একই গ্রামের আকরাম এর ছেলে এমরান।
রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানা পুলিশের একটি দল ফজলুর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় হেরোইন প্যাকেট করা অবস্থায় ফজলুর ঘর থেকে তাদেরকে আটক করে পুলিশ। পরে তাদের নিকট থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও ফজলুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।