স্কুল ছাত্র রাজিন হত্যায় ১৭ আসামির কারাদণ্ড

প্রকাশিত: মে ২৩, ২০২২; সময়: ৫:২৫ অপরাহ্ণ |
স্কুল ছাত্র রাজিন হত্যায় ১৭ আসামির কারাদণ্ড

পদ্মাটাইমস ডেস্ক : খুলনা পাবলিক কলেজের ৭ম শ্রেণির ছাত্র ফাহমিদ তানভীর রাজিন (১৪) হত্যা মামলায় ১৭ জনকে ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৩ মে) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ৩ নং ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দিয়েছেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি অ্যাড. ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় ফাহমিদ তানভীর রাজিনর মা ও বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সাঁজা প্রাপ্ত কিশোর অপরাধীরা হলেন-সাব্বির হাওলাদার (১৭), বিএম মাজিব হাসান রয়েল (১৪), তূর্য (১৬), মো. রিয়ান শেখ ওরফে রেফাত (১২), মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ফাহিম ইসলাম মনি (১৪), সানি ইসলাম আপন (১৩), জিসান খান (১৬), তারিন হাসান ওরফে রিজভী (১৩), শাকিব খান শিমুল (১৭), অন্তর কুমার দাস (১৫), হাকিম (১৭), সৈকত (১৬), শেখ সাকিব (১৭), আসিফ প্রান্ত আলিফ (১৫), শেখ তামিম (১৬), সাকরান সালেহ ওরফে মিতুল (১২) ও মোস্তাফিজুর রহমান নাঈম (১৪)।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. ফরিদ আহমেদ, তাকে সহায়তা করেন অ্যাড. ড. কাজী সাব্বির আহম্মেদ ও অ্যাড. ড. সুলতানা রহমান শিল্পী।

আসামি পক্ষে শুনানি করেন-অ্যাড. ড. রজব আলী সরদার, অ্যাড. ড. নিরঞ্জন কুমার ঘোষ, অ্যাড. ড. শহিদুল ইসলাম।

পিপি অ্যাড. ফরিদ আহমেদ জানান, আসামীদের মধ্যে ৫ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছিল। এছাড়া স্বাক্ষ্য দিয়েছে ২৮জন। সকল সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, খুলনা পাবলিক কলেজের ৭ম শ্রেণির ছাত্র ফাহমিদ তানভীর রাজিন (১৪)। মুজগুন্নী আবাসিক এলাকার ১১নং রোডের বাসিন্দা মো. ফারুক হোসেনের ছেলে। সে মডেল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিলেন।

২০১৮ সালের ২০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পাবলিক কলেজের অনুষ্ঠান স্থলে ফাহমিদ তানভীর রাজিনকে তর্ক-বিতর্ক ও হাতাহাতির একপর্যায়ে চর চাপ্পড় ও কিল ঘুষি মারতে থাকে এজাহারভুক্ত আসামিরা।

পরে চাকু দিয়ে রাজিনের বুকে আঘাত করা হলে তার সে নিহত হয়। মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার এসআই মো. মিজানুর রহমান ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। অভিযোগপত্রে আসামি নাজিমুল্লাহ ওরফে ফয়সাল (২৬) প্রাপ্ত বয়স্ক হওয়ায় ভিন্ন আদালতে তার বিচারকার্য চলমান রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৭ মে) যুক্তিতর্ক শুনানি শেষে আদালতে উপস্থিত এ মামলার ১৭ কিশোর অপরাধীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে