ফিলিপাইনে ফেরি ডুবে ৭ জনের মৃত্যু
প্রকাশিত: মে ২৩, ২০২২; সময়: ১২:০৫ pm |
খবর > আন্তর্জাতিক
পদ্মাটাইমস ডেস্ক : ফিলিপাইনে একটি ফেরিতে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে অনেকে লাফিয়ে নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি।
এদের মধ্যে কমপক্ষে ৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া ১২০ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা।
সোমবার ভোরে ফেরিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফেরিটিতে ১৩৪ যাত্রী ছিল।
কোস্টগার্ডের মুখপাত্র আমান্ডো বালিলো জানান, এখন পর্যন্ত আরও সাতজন নিখোঁজ রয়েছেন। নৌযানটির ধারণক্ষমতা ছিল ১৮৬ জনের।