ইবিতে রক্তিমার নেতৃত্বে আদনান-হিমু

প্রকাশিত: মে ২২, ২০২২; সময়: ৪:০৮ অপরাহ্ণ |
ইবিতে রক্তিমার নেতৃত্বে আদনান-হিমু

নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোয়াজ্জেম হোসাইন আদনান এবং শৈবাল নন্দী হিমু সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

রবিবার ( ২২ মে) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি উম্মে হাবিবা হ্যাপী ও কাজি মাহিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান জীম, সহ-সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি কর্মকার, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক রোহিনী বিশ্বাস। এছাড়াও আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মোয়াজ্জেম হোসাইন আদনান বলেন, আমাকে এই মহান দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি । ইসলামী বিশ্ববিদ্যালয়ে রক্তিমার কার্যক্রম আরো গতিশীল করার চেষ্টা করবো। সকলের সহযোগিতার রক্তিমা বহু দূর এগিয়ে যাবে।

প্রসঙ্গত, ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে রক্তিমা। প্রতিষ্ঠার পর থেকেই স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে