রাজশাহীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

প্রকাশিত: মে ২১, ২০২২; সময়: ১১:২০ অপরাহ্ণ |
রাজশাহীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে যানজোট এড়াতে এবং জনগণের চলাচলের সুবিধায় সিটি কর্পোরেশন কোটি কোটি টাকা খরচ করে নান্দনিক ফুটপাত তৈরী করেছে। কিন্তু কিছু অসাধু নেতা ও স্থানীয় প্রশাসনের উদাসীনতায় নগরীর প্রায় সকল ফুটপাত দখল করে ব্যবসা করছে একশ্রেণীর ব্যবসায়ী।

ফুটপাত ব্যবসায়ীর সাথে পিছিয়ে নেই স্থায়ী দোকানদাররা। তারা দোকানের সামনে পণ্য রেখে জনগণের চলাচলের বিঘ্ন করছে। এই নিয়ে পথচারীরা বলতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করেন ব্যবসায়ী। তবে অনেক দেরিতে হলেও এই সমস্যা দূরীকরণে এবার মাঠে নেমেছে রাজশাহী জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের এনডিসি মাহমুদুল হাসান লক্ষ্মীপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময়ে তিনি ফুটপাতে থেকে সকল প্রকার পন্য ও ব্যবসার জন্য রাখা ভ্যান, চৌকি, টেবিল অপসারণ করে ফুটপাত মুক্ত করে দেয়ার জন্য ব্যবাসয়ীদের আদেশ দেন। তবে এ সময়ে তিনি কোন ব্যবসায়ীকে জরিমানা করেন নি।

এনডিসি মাহমুদুল হাসান বলেন, ব্যবসায়ীদের সাবধান করার জন্যই শনিবারের এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। এখন থেকে নিয়মিত এ বিষয়টি মনিটরিং করা হবে। জেলা প্রশাসন জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এবং ফুটপাত দখল মুক্ত রাখতে তৎপর রয়েছে। ব্যবসায়ীদের সাবধান করা হলো। সাবধান করার পরেও যদি কেউ ফুটপাত দখল করে বসে থেকে ব্যবসা করে তাহলে ঐ ব্যবসায়ীকে জেল ও জরিমানাসহ ফুটপাতে থাকা সকল পন্য ব্যবসায়ী সামগ্রী ক্রোক করা হবে।

পুরো লক্ষ্মীপুরের ফুটপাত দখলমুক্ত করা বিষয়ে তিনি বলেন, এখন শুরু হলো। ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আর ফুটপাত ব্যবসায়ীদের নিকট হতে টাকা খেয়ে জেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কেউ যদি ব্যবসা করতে সহযোগিতা করে, আর এ বিষয়ে অভিযোগ বা প্রমান পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে