বাগমারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে নরদাশ

প্রকাশিত: মে ২১, ২০২২; সময়: ৭:৩৮ অপরাহ্ণ |
বাগমারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে নরদাশ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর দ্বিতীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন। সেমি ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নে চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহেদুর রহিম মিঠু,শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউপি সদস্য আব্দুস সোবহান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর।

রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন রহিদুল ইসলাম। দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় নরদাশ ইউনিয়ন বনাম শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ দল অংশ নেয়। খেলার প্রথমার্ধে ১টি গোল করে নরদাশ ইউনিয়নের খেলোয়াড়রা। সেই ১ গোলের ব্যবধানে শেষ হয় খেলাটি।

১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নরদাশ ইউনিয়ন পরিষদ দল। আগামী ২৮ মে উপজেলা পর্যায়ে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে