পদ্মাসেতুর উদ্বোধন জুনের শেষ সপ্তাহে

প্রকাশিত: মে ২১, ২০২২; সময়: ৫:০১ অপরাহ্ণ |
খবর > জাতীয়
পদ্মাসেতুর উদ্বোধন জুনের শেষ সপ্তাহে

অনলাইন ডেস্ক : জুন মাসের শেষ সপ্তাহে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। কাদের জানান, রোববার প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হবে। তিনি দিন নির্ধারণ করবেন।

শনিবার (২১ মে) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, পদ্মা সেতু হয়ে গেছে, এই দুঃখে মির্জা ফখরুলদের মন খারাপ। তাই তারা আবলতাবল বকে যাচ্ছে।

তিনি বলেন, বড় প্রকল্পগুলো আলোর মুখ দেখতে শুরু করেছে। পদ্মা সেতুর পর কর্ণফুলী টার্নেল, মেট্রোরেল উদ্বোধন হবে। আর এতেই বিএনপি নেতাদের মন খারাপ হয়ে গেছে।

আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেন, নিজেদের ব্যর্থতার কারণে বিএনপি বঙ্গপোসাগরে হাবুডুবু খাচ্ছে। আওয়ামী লীগকে বঙ্গপোসাগরের দেখিয়ে লাইভ না।

শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সভায় আলোচকরা বলেন, নিজ গুনে বিশ্বময় আলো ছড়িয়েছেন শেখ হাসিনা, দেশকেও নিয়ে গেছেন মর্জাদার আসনে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে