খুনের দায়ে ভারতের সাবেক ক্রিকেটার সিধুর কারাদণ্ড

প্রকাশিত: মে ২০, ২০২২; সময়: ৩:২১ অপরাহ্ণ |
খুনের দায়ে ভারতের সাবেক ক্রিকেটার সিধুর কারাদণ্ড

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার নবজাত সিং সিধুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রায় তিন দশকের পুরনো মামলায় এই শাস্তি পেলেন তিনি।

প্রায় ৩৪ বছর আগে ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাতিয়ালার রাস্তায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ৬৫ বছর বয়সী গুরমান সিং নামে এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সিধু ও তার বন্ধু রুপিন্দ্র সিং সান্ধু। সেই তর্ক এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

ঐ ঘটনার কয়েকদিন পরই গুরমান মারা যান। তখন গুরমানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সিধু ও তার বন্ধুর মারধরের প্রেক্ষিতেই প্রাণ গেছে তার। সেই সময় সিধু ও তার বন্ধু সান্ধুর বিরুদ্ধে মামলার করে গুরমানের পরিবার।

নিম্ন আদালতের রায়ে সিধু ও তার বন্ধু নির্দোষ প্রমাণিত হলেও ২০০৬ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ে তাদেরকে অনিচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। রায়ে সিধুকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তখন হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন সিধু।

আপিলের রায়ে সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের আদেশ বাতিল করে বলেন, গুরমান ঐ আঘাতে মারা গেছেন এমন প্রমাণ নেই। কিন্তু ৬৫ বছর বয়সী একজন প্রবীণ নাগরিককে আঘাত করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে এক হাজার টাকা জরিমানা করা হলো।

সর্বশেষ গুরমানের পরিবারের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে আদালত। সেখানে জরিমানার পাশাপাশি সিধুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। অবশ্য আদালতের কাছে আত্নসমর্পণ করে এই রায়ের পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন সিধু।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে