উচ্চরক্তচাপ বেশী ময়মনসিংহে, ডায়াবেটিস সিলেটে

প্রকাশিত: মে ১৯, ২০২২; সময়: ১১:৩৯ অপরাহ্ণ |
উচ্চরক্তচাপ বেশী ময়মনসিংহে, ডায়াবেটিস সিলেটে

পদ্মাটাইমস ডেস্ক : দেশে অসংক্রামক রোগে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ৯০০ জন মারা যাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

এছাড়া ডায়াবেটিসে ভুগছেন সবচেয়ে বেশি সিলেটের মানুষ। আর উচ্চ রক্তচাপে সবচেয়ে বেশি আক্রান্ত ময়মনসিংহ জেলার বাসিন্দারা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে বিভিন্ন অসংক্রামক রোগের ওপর স্বাস্থ্য অধিদফতরের একটি গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, দেশে ৬১ ভাগ ডায়াবেটিস আক্রান্ত রোগীর শরীরে কোনো উপসর্গ নেই। উপসর্গহীন উচ্চরক্তচাপে ভুগছেন ৬৪ ভাগ মানুষ। আর স্থূলতার সমস্যায় ভুগছেন২৬ শতাংশের বেশি মানুষ।

গবেষণায় বলা হয়, সবচেয়ে বেশি ডায়াবেটিসে আক্রান্ত সিলেটে, আর উচ্চরক্তচাপে আক্রান্ত ময়মনসিংহে। তাই অসংক্রামক রোগের বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে