কানাডায় ‘মাঙ্কিপক্স’ শনাক্ত, সতর্ক যুক্তরাষ্ট্র-ইউরোপ

প্রকাশিত: মে ১৯, ২০২২; সময়: ২:১৬ অপরাহ্ণ |
কানাডায় ‘মাঙ্কিপক্স’ শনাক্ত, সতর্ক যুক্তরাষ্ট্র-ইউরোপ

পদ্মাটাইমস ডেস্ক : উত্তর আমেরিকা এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক ‘মাঙ্কিপক্স’। বিশেষ করে কানাডার কুইবেক প্রদেশে ডজনেরও বেশি লোক বিরল প্রজাতির এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কানাডার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসি’র বরাতে বৃহস্পতিবার (১৯ মে) এনডিটিভি এ তথ্য জানায়।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি কানাডা থেকে ভ্রমণ করা আসা এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

কানাডার মন্ট্রিয়লের কুইবেক শহরের জনস্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে জানা যায়, ওই অঞ্চলে কমপক্ষে ১৩ টি সংক্রমণের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, মুখ ও শরীরে ‘গুটি বসন্তের’ মতো ফুসকুড়ি হওয়ার আগে ভাইরাসটি ফ্লুর মতো উপসর্গ যেমন জ্বর, পেশীতে ব্যথা এবং নাসিকা গ্রন্থি ফুলে ওঠার মাধ্যমে প্রকাশ পায়।

ম্যাসাচুসেটস স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এই ভাইরাস জনসাধারণের জন্য কোনো ঝুঁকি তৈরি করে না। আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি এবং ভালো অবস্থায় আছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং ভাইরাসটির বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিডিসি জানায়, সংক্রমিত ব্যক্তির শারিরীক তরল, ঘা কিংবা ব্যবহৃত জিনিসিপত্র’র (যেমন পোশাক এবং বিছানা) সংস্পর্শে এই রোগ ছড়াতে পারে। ঘরে ব্যবহৃত জীবাণুনাশক এই ভাইরাস মেরে ফেলতে পারে।

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) বুধবার জানিয়েছে, ৬ মে থেকে যুক্তরাজ্যে মাঙ্কিপক্সের নয়টি সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে স্পেন এবং পর্তুগাল বুধবার জানিয়েছে, তারা ৪০টিরও বেশি সন্দেহজনক মাঙ্কিপক্স শনাক্ত করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে