চাঁপাইনবাবগঞ্জের ধান বোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত

প্রকাশিত: মে ১৮, ২০২২; সময়: ১০:৫৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জের ধান বোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নওগাঁ থেকে ধান কেটে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যাবার পথে ট্রাক উল্টে তিনজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়াগোলা আমনুরা সড়কের পাউলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বস্তায় থাকা ধান চারিদিকে ছড়িয়ে নষ্ট হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুখুর মোড় কুথানীপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে বুলবুল (৩৫) ঘটনাস্থলে, একই উপজেলার বহলাবাড়ীর মৃত মুনসুরের ছেলে মন্টু (৪৮) আধুনিক সদর হাসপাতালে ও সতের রশিয়া চামাগ্রামের নওশেদ আলীর ছেলে আসাদুল (২৬) রাজশাহী মেডিকেলে নিহত হন।

আহতরা হলেন, মৃত নেছের আলির ছেলে সাইদুর রহমান (৩২), শিবগঞ্জ উপজেলার সতেররশিয়া চামাগ্রাম গ্রামের মতিউর রহমানরে ছেলে মিজানুর রহমান ভদু (২৬), একই গ্রামের মইনুল ইসলামের ছেলে রিপন আলি (২৫), শফিকুল ইসলামের ছেলে খোকন আলী (৩০), মইনুল হকের ছেলে সামসুল হক (৩৩), মাইনুল হকের ছেলে মিজানুর ইসলাম (২৭), মৃত আয়েশ উদ্দিনের ছেলে সোহবুল ইসলাম (৫০)।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল), সদর মডেল থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন এ প্রতিবেদককে জানান, ১৮ মে বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে সদরের নয়াগোলা রোডের পাওলি নামক স্থানে ধান বোঝাই একটি ট্রাক উল্টে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, নওগাঁ থেকে দুটি ট্রাকে একদল শ্রমিক ধান কেটে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঐ এলাকায় উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। একই সময় পুলিশের একটি টিমও ঘটনাস্থলে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক আছে।

এদিকে, ওসি মোজাফফর হোসেন ধান কাটা শ্রমিকদের যানবাহনে ফিরে আসার সময় সজাগ ও সচেতন থাকবার আহবান জানান। চালকদেরও সাবধানে চলাচল করতেও উদ্বুদ্ধ করেন ওসি মোজাফফর হোসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে