পাবনার চরতারাপুরে বিট পুলিশিং সভা

প্রকাশিত: মে ১৮, ২০২২; সময়: ৭:৫০ অপরাহ্ণ |
পাবনার চরতারাপুরে বিট পুলিশিং সভা

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে মাদক, জঙ্গিবাদ, ধর্ষণ বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধ বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় তারাবাড়িয়া আবু বকর সিদ্দিকীয়া আলিম মাদরাসা মাঠ চত্বরে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও বিট অফিসার এস আই রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মো. রোকনুজ্জামান সরকার।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, তারাবাড়িয়া আবু বকর সিদ্দিকীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ, সমাজ সেবক সাইদুর রহমান বাদশা, তারাবাড়িয়া হাট কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জানু ও তারাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক মিলন প্রমুখ।

সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সমাজের বিভিন্ন অপরাধ-সহিংসতা রোধ ও নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনসচেতনতা খুবই প্রয়োজন। তাই জনগণকে সচেতন হতে আহ্বান জানান ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে