শিবগঞ্জ বাড়ি ফেরা হলোনা ধান কাটা শ্রমিকের

প্রকাশিত: মে ১৮, ২০২২; সময়: ৭:৪১ অপরাহ্ণ |
শিবগঞ্জ বাড়ি ফেরা হলোনা ধান কাটা শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ধান কেটে বাড়ি ফেরা হলোনা বুলবুলের। পরিবারসহ সবাইকে কাঁদিয়ে মৃত অবস্থায় বাড়ি ফিরলো বুলবুল। নওগাঁ থেকে ধান কেটে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যাবার পথে ট্রাক উল্টে ধান কাটা শ্রমিক বুলবুল নিহত হয়।

এছাড়াও ৫ জন আহত হয়। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ধান কাটা শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুখুর মোড়ের ইলিয়াস হোসেনের ছেলে বুলবুল (৩২)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন এ প্রতিবেদককে জানান, ১৮ মে বুধবার বিকেল ৪ টার দিকে সদরের নয়াগোলা রোডের পাওলি নামক স্থানে ধান বোঝাই একটি ট্রাক উল্টে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, নওগাঁ থেকে দুটি ট্রাকে একদল শ্রমিক ধান কেটে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঐ এলাকায় উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। একই সময় পুলিশের একটি টিমও ঘটনাস্থলে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক আছে।

এদিকে ওসি মোজাফফর হোসেন ধান কাটা শ্রমিকদের যানবাহনে ফিরে আসার সময় সজাগ ও সচেতন থাকবার আহবান জানান। চালকদেরও সাবধানে চলাচল করতেও উদ্বুদ্ধ করেন ওসি মোজাফফর হোসেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে