করোনাকালিন সময়ে কর্মহীন জনগোষ্ঠিকে কর্মমূখী লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির

প্রকাশিত: মে ১৮, ২০২২; সময়: ৭:৩৬ অপরাহ্ণ |
করোনাকালিন সময়ে কর্মহীন জনগোষ্ঠিকে কর্মমূখী লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির

নিজস্ব প্রতিবেদক : লফস কার্যালয়ে সহযোগিতায় বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার – লফস এর ব্যবস্থাপনায় এর আওতায় টিডিএম, আরএসি ও মটর বাইক সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধণ করা হয়্।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন রাজশাহী সিটি কর্পোরেশন এর চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। সম্মানিত অতিথি আজিজুর রহমান তার আলোচনায় করোনাকালিন সময়ে বিভিন্ন ভাবে কর্মহীন জনগোষ্ঠিকে এই প্রশিক্ষণের আওতায় আনতে পারা প্রকল্পের সফলতা বলে উল্লেখ করেন। তিনি প্রশিক্ষনাথীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে (সোস্যাল ইনক্লুশন) হারুন উর-রশিদ, প্রশিক্ষক (টিডিএম) দিলারা খানম, ফ্যাসিলেটর তাহমিদা খাতুন, প্রশিক্ষক (আরএসি) মীর আনোয়ার হোসেন উপস্থিত থেকে আলোচনা করেন। উদ্ধোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।

এসময় সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, অফিস সহকারী টুম্পা পাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার ও উক্ত প্রকল্পের অর্গানাইজার মেহেদি হাসান। অনুষ্ঠানে প্রশিক্ষনাথীদেরকে প্রশিক্ষণ শেষে শতভাগ চাকুরির নিশ্চয়তা প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে