ধামইরহাটে কালাজ্বর নির্মুল কার্যক্রম অবহিতকরণ সভা

প্রকাশিত: মে ১৮, ২০২২; সময়: ৭:৩১ অপরাহ্ণ |
ধামইরহাটে কালাজ্বর নির্মুল কার্যক্রম অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : ধামইরহাটে জাতীয় কালাজ্বর নির্মুল কার্যক্রম জোরদার করনের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচির আওতায় এসেন্ড বাংলাদেশের সহযোগিতায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য দ্প্তরের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে গতকাল বেলা ১১ টায় অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকী এবং সরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তা,ডাক্তার, শিক্ষক,সাংবাদিকগণ সভায় অংশগ্রহণ মতামত প্রদান করেন।

এর আগে এসেন্ড বাংলাদেশের কো-অর্ডিনেটর ডাঃ মিজানুর রহমান, জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচির এস.এমও ডাঃশরিফ মোঃ কাফি ও কীটতত্ববিদ ইএমই মোঃ ইসা কালাজ্বরের বাহক “মাছি”র ছবিসহ প্রদর্শন, রোগ বিস্তারের বিভিন্ন ধরন এবং ২০০৬ সাল থেকে দেশব্যাপী কালাজ্বরের প্রকোপের মাত্রা এবং সরকারের গৃহীত চিকিৎসার পদক্ষেপ এবং সফলতা তুলে ধরেন। ইপিআই ইন্সপেক্টর আঃ রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ কারিগণ ২০৩০ সালের মধ্যে সরকার ঘোষিত কালাজ্বরমুক্ত বাংলাদেশ গড়তে যথাযথ ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে