বিয়ের জন্য চাপ দেয়ায় সুজানগরে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: মে ১৭, ২০২২; সময়: ৮:৩১ অপরাহ্ণ |
বিয়ের জন্য চাপ দেয়ায় সুজানগরে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পড়াশোনা বাদ দিয়ে বিয়ের জন্য চাপ দেয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মোছা.মিম খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার(১৭ মে) সকালে উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা (নিচপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী ওই গ্রামের মো.হেলাল উদ্দিন খানের মেয়ে।

বোনকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান খান জানান, নিহত মিম খাতুন তার বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার একজন মেধাবী শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানায়, গত কয়েকদিন পূর্বে মানিকহাট গ্রামের একটি চাকরিজীবি ছেলের সঙ্গে মিমের বিয়ের প্রস্তাব আসে পরিবারের কাছে।

পরে বিষয়টি নিয়ে মিমের বাবা-মা মিমের ফুপু মোছাঃ ছালে খাতুন ও ফুপা আব্দুল মতিনের সঙ্গে পরামর্শ করে মিমকে ওই ছেলের সঙ্গে বিয়ের কথা জানায়। এ সময় মিম এখনই বিয়ে না করে পড়াশুনা চালিয়ে যাওয়ার কথা বলে। এ নিয়ে মা-বাবার সঙ্গে মিমের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে অভিমান করে এদিন পার্শ্ববর্তী ফুপুর বাড়িতেই সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান জানান,মেয়েটি কী কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে