চারঘাটে পুলিশের অভিযানে ১৫০০ কেজি ভেজাল গুড় জব্দ

প্রকাশিত: মে ১৭, ২০২২; সময়: ৭:০২ অপরাহ্ণ |
চারঘাটে পুলিশের অভিযানে ১৫০০ কেজি ভেজাল গুড় জব্দ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট থানা পুলিশের অভিযানে ১৫০০ কেজি আখের ভেজাল গুড় জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাতে চারঘাট থানার ওসি হাজাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানা চারঘাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের মেরামতপুর দিরীপাড়া এলাকায় একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে।

এসময় ১৫০০ কেজি আখের ভেজাল গুড়, ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ সামগ্রী (চিনি, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান) জব্দ করে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) দিকনির্দেশনায় রাজশাহী জেলা পুলিশের খেজুর ও আখের গুড়ের নামে ভেজাল গুড় তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

২০২২ সালে রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন থানায় ভেজালগুড় জব্দকরণ সংক্রান্তে সর্বমোট ১৯ টি মামলা রুজু করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভবিষতে অবৈধ মজুরদার, ভেজাল গুড় ও ভেজাল কসমেটিকস কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে চারঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে