রাজশাহীতে হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: মে ১৭, ২০২২; সময়: ৩:১৭ অপরাহ্ণ |
রাজশাহীতে হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে হেরোইন ও অগ্নেয়াস্তসহ গ্রেপ্তার করেছে।

সোমবার (১৬ মে) রাত সোয়া ১১ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের মোনায়ারুল ইসলামের ছেলে কামাল (৪১ ও একই উপজেলার শিবপুর গ্রামের সাইনুদ্দিনের ছেলে সাব্বির উদ্দিন (২৮) ।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকারের নেতৃত্বে ডিবির একটি টিম সোমবার রাত সোয়া ১১ টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রামস্থ বানেশ্বর টু চারঘাটগামী পাকা রাস্তার পূর্ব পাশের রাস্তার উপর একটি মোটর সাইকেলে গতিরোধ করে। এই সময় আটকৃত আসামীদের শরীর তল্লাশি করে চারশত গ্রাম হেরোইন, একটি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র (পিস্তল), দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি জব্দসহ তাদের গ্রেফতার করে ।

এছাড়া তাদের বহনকৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে । জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ও রাজশাহীর বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে থাকে এই কথা স্বীকার করেছ বলে জনান। তাদের বিরুদ্ধে হত্যাকান্ড, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে